শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় আলবেনিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিজেদের ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন আলবেনিয়া প্রেসিডেন্ট বাজরাম বেজাজ।

প্রেসিডেন্ট বেজাজ বলেন, ‘আমাদের দেশের জন্য কর্মী প্রয়োজন এবং বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন করেছে। পর্যটনসহ বিভিন্ন খাতে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো সম্ভব।’

এসময় তিনি আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গতিশীল ও তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা দরকার, কারণ বর্তমানে ভিসার জন্য নয়া দিল্লি যেতে হয়।

জবাবে প্রেসিডেন্ট বেগাই জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ইভিসা চালুর বিষয়টি আলবেনিয়া বিবেচনা করছে। তিনি উচ্চপর্যায়ের সফরসহ প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ ডাক্তার, নার্স, কারখানার কর্মী এবং কৃষি শ্রমিকসহ বিভিন্ন ধরনের জনশক্তি সরবরাহ করতে সক্ষম। তিনি এই নিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্ট বেজাজ আরও জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি প্রকল্পের অধীনে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More