বগুড়া জেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামী রাজু মন্ডল (৪২) এর হাত–পা বেঁধে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার বারোপুর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাজু মন্ডল ওই গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে। এঘটনার পর থেকে পলাতক রয়েছেন রাজু মন্ডলের স্ত্রী অভিযুক্ত তানজিলা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে তারা এই গ্রামে বসবাস করতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে কলহ চলছিল। রাতে খাবারের সঙ্গে ঘুমের ঔধষ মিশিয়ে স্ত্রী তানজিলা সেই খাবার রাজু মন্ডল‘কে খাওয়ান এবং গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীর হাত ও পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার লিঙ্গ কর্তন করেন।
ঘটনার পর স্থানীয়রা রাজু মন্ডলকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন।
বগুড়া সদর থানা ওসি হাসান বাসীর বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ