বুধবার, নভেম্বর ১২, ২০২৫
বুধবার, নভেম্বর ১২, ২০২৫

সিকো গ্রুপকে সফটওয়্যার সেবা দেবে সিসনোভা, চুক্তি সই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিকো গ্রুপকে ইআরপি (ওডো এন্টারপ্রাইজ) সফটওয়্যার সেবা দেবে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড। এ লক্ষ্যে সিসনোভা ও সিকো গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় সিকো গ্রুপের কর্পোরেট কার্যালয়ে দুই কোম্পানির মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সিসনোভার পরিচালক কাজী জাহিন হাসান ও সিকো গ্রুপের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। পরে কেক কাটেন কর্মকর্তারা।

এর মাধ্যমে সিকো গ্রুপ সিসনোভার কাছ থেকে কাঙ্খিত সেবা পাবে এমনটা প্রত্যাশা কর্মকর্তাদের।

ইন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ইআরপি) সফটওয়ার সেবা দিয়ে আসছে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড। কৃষি, ফুড, এনজিওসহ বিভিন্ন খাতের কোম্পানিতে গত ১৮ বছর ধরনের এ ধরনের সেবা দিচ্ছে সিসনোভা।

সিসনোভার কাছ থেকে কাঙ্খিত সেবা পাওয়ার আশা ব্যক্ত করেন সিকো গ্রুপএর ব্যবস্থাপনা পরিচালক। অন্যদিকে সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান সিসনোভার প্রধান নির্বাহী কর্মকর্তা।

সিসনোভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা ইসলাম বলেন, ‘ধীরে ধীরে সবকিছু লাইভ করব। সেটা থেকে আপনার ব্যবসার সব ধরনের লেনদেন দেখতে পারবেন; এবং তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন।’

সিকো গ্রুপের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘সিসনোভা আমাদের জন্য আইডিয়াল পার্টনার। আশা করি, আমাদের চাহিদাগুলো সঠিকভাবে বুঝে নেবেন; এবং চাহিদার থেকে ভালো কিছু উপহার দেবে। ’

সিসনোভার পরিচালক কাজী জাহিন হাসান বলেন, ‘বাজারে অনেক ধরনের ইআরপি কোম্পানি রয়েছে। চুক্তি স্বাক্ষর হওয়ায় সিকো গ্রুপকে সেবা দিতে প্রস্তুত সিসনোভা। চুক্তিবদ্ধ হওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ। তাদের চাহিদা অনুযায়ী সেবা দিতে আমরা বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে উভয় কোম্পানির উর্ধ্বতন কর্মর্কতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More