বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি পরিসংখ্যানে কে এগিয়ে?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ দল ভারতের বিপক্ষে নামলেই যেন মাঠে ও মাঠের বাইরে বাড়তি চাপ আর উত্তেজনা বিরাজ করে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচও তার ব্যতিক্রম নয়। জয়ের স্বাদ পেলে ফাইনালের টিকিট অনেকটাই সহজ হয়ে যাবে টাইগারদের জন্য। কিন্তু পরিসংখ্যানের খাতা উল্টালে দেখা যাবে, টিটোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের যাত্রাটা খুব একটা সুখকর নয়। তবে একেবারে হতাশ হওয়ার মতোও নয়।

ওয়ানডেতে ভারতের বিপক্ষে কিছু উল্লেখযোগ্য সাফল্য আছে টাইগারদের, টেস্টে নেই বললেই চলে। টিটোয়েন্টি ফরম্যাটটা যেন দাঁড়িয়ে আছে মাঝামাঝি জায়গায়। জয় মাত্র একবারের। ২০১৯ সালে নাগপুরে ভারতের বিপক্ষে সেই ঐতিহাসিক জয় পেয়েছিল টাইগাররা। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে সেই মুহূর্তের পুনরাবৃত্তিই চাইবে তামিম ,লিটন, ফিজরা।

এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে টিটোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্সের খুঁটিনাটি—

দলীয় সর্বোচ্চ স্কোর:

বাংলাদেশ: ১৬৬/, কলম্বো, ২০১৮

ভারত: ২৯৭/, হায়দরাবাদ, ২০২৪

 

দলীয় সর্বনিম্ন স্কোর:

বাংলাদেশ: ৯৬/, হাংজু, ২০২৩

ভারত: ১৪৬/, বেঙ্গালুরু, ২০১৬

 

সবচেয়ে বেশি রান:

বাংলাদেশ: মাহমুদউল্লাহ – ২৪৮ রান

ভারত: রোহিত শর্মা – ৪৭৭ রান

 

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস:

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম – ৮১, নাগপুর, ২০১৯

ভারত: সাঞ্জু স্যামসন – ১১১, হায়দরাবাদ, ২০২৪

 

সবচেয়ে বেশি ছক্কা:

বাংলাদেশ: সাব্বির রহমান – ৯

ভারত: রোহিত শর্মা – ২২

 

সবচেয়ে বেশি উইকেট:

বাংলাদেশ: আল আমিন ও মোস্তাফিজুর – ৮ করে

ভারত: ওয়াশিংটন সুন্দর – ১০

 

সেরা বোলিং ফিগারস:

বাংলাদেশ: আল আমিন – ৩/৩৭, ঢাকা, ২০১৬

ভারত: দীপক চাহার – ৬/, নাগপুর, ২০১৯

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More