যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আলোচনায় আসা যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা জাহিদ হাসানের গ্রামের বাড়িতে ডিম নিক্ষেপ করেছে স্থানীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলীপাড়া গ্রামে জাহিদ হাসানের গ্রামের বাড়িতে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে তার বাড়ির সামনে যায় এবং ডিম নিক্ষেপ করে।
এর আগে দুপুরের পর থেকে এলাকায় উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সফরসঙ্গীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে। ওই ঘটনায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান।
সালাউদ্দিন রুপম/এজে/দীপ্ত সংবাদ