বিজ্ঞাপন
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। ব্লকবাস্টার হিট থেকে শুরু করে ‘স্বদেশ’ আর ‘চক দে ইন্ডিয়া’র মতো ভিন্নধর্মী চলচ্চিত্র, সবই রয়েছে তার ক্যারিয়ারের ঝুলিতে। অসংখ্য পুরস্কার আর জনপ্রিয়তার পরও জীবনে ছিল এক অপ্রাপ্তি। অবশেষে সেই শূন্যতা পূরণ হলো। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে তাকে দেয়া হলো সেরা অভিনেতার পুরস্কার।

এদিন দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ। দক্ষিণী নির্মাতা অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’এ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারই পোল্যান্ডে ‘কিং’এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন শাহরুখ।

এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’এর জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত মাসিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি।

এবারের দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছে দক্ষিণী মহাতারকা মোহনলাল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More