ম্যাচ শেষে হাত না মেলালেও মাঠের মধ্যে বাক–বিতণ্ডায় জড়াতে দেখা গেছে ভারত–পাকিস্তানের ক্রিকেটারদের। ম্যাচের এক পর্যায়ে বাউন্ডারি হাঁকিয়ে শাহিন শাহ আফ্রিদিকে বল কুড়িয়ে আনতে, বলতে দেখা গেছে শুভমান গিলকে।
রবিবার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচের মধ্যে ভারতের দুই ওপেনার সুভমান গিল ও অভিষেক শর্মার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে পাকিস্তানের শাহিন আফ্রিদির ও হারিস রউফকে।
পাকিস্তানের বিরুদ্ধে ১৭২ রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন অভিষেক ও শুভমন। শাহিনের দ্বিতীয় ওভারে পর পর চার মারেন শুভমন। তার পর শাহিনের দিকে তাকিয়ে কিছু একটা বলেন তিনি। স্টাম্প মাইকে কথা ধরা পড়েনি। তবে শুভমনের ঠোঁটের নড়াচড়া দেখে বোঝা গেছে শাহিনকে তিনি বলেছেন, “যাও, বাউন্ডারি থেকে বল কুড়িয়ে আনো।”
চতুর্থ ওভারে রউফের বলে বড় শট খেলেন শুভমন ও অভিষেক দু’জনেই। এতে উত্তেজিত হয়ে পড়েন রউফ। তিনি কিছু একটা বলেন। জবাব দেন শুভমন ও অভিষেকও। পিচের মধ্যেই ঝামেলা বেধে যায়। আম্পায়ার ক্রিকেটারদের সেখান থেকে সরতে বলেন। তাও ঝামেলা থামেনি। গ্রুপ পর্বের ম্যাচে এই দৃশ্য দেখা যায়নি। কিন্তু সুপার ফোরে উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে।
খেলাশেষে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে সঞ্চালকের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “পাকিস্তানের বোলাররা বেশি বাড়াবাড়ি করছিল। কোনো কারণ ছাড়াই আমাদের দিকে তেড়ে আসছিল, তর্ক করছিল। আমার সেটা একেবারেই পছন্দ হয়নি। তাই ওদের জবাব দেয়া দরকার ছিল। দলকে জেতাতে চেয়েছিলাম। সেটা পেরেছি।”
এর আগে ফিল্ডিং চলাকালে পাকিস্তানের ক্রিকেটার হারিস রউফকে সম্প্রতি ঘটে যাওয়া পাক–ভারত যুদ্ধের ইঙ্গিত দিতে দেখা যায়। সেখানে তিনি অভিনয়ের মাধ্যমে ও হাতের ইশারায় ভারতের ৬টি রাফাল বিমান ধ্বংসের ইঙ্গিত দেন।