মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কার হাতে উঠবে বর্ষসেরা ফুটবলার, ব্যালন ডি‘অরের শিরোপা।
সোমবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্য শাতলিয়ে–তে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিকতা।
শেষ মুহুর্তে চ্যাম্পিয়ন্স লিগ জিতে দৌড়ে সবার চেয়ে এগিয়ে উসমান দেম্বেলে। তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না বার্সা ফরোয়ার্ড রাফিনিয়াকে নিয়েও।
আলোচনায় লামিন ইয়ামাল থাকলেও এই ফুটবল বিষ্ময় কিছুটা পিছিয়ে। প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্য শাতলিয়ে–তে ব্যালন ডি‘অরের আনুষ্ঠানিকতা শুরু হবে সোমবার মধ্যরাতে। এবারের ব্যালন ডি‘অর নিয়ে বিতর্ক নেই গেলো বারের মতো। তার চেয়ে বরং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
নতুন কারো হাতে যে ব্যালন ডি‘অর উঠতে চলেছে তা প্রায় নিশ্চিত। এগিয়ে উসমান দেম্বেলে, নাম আছে রাফিনহা। গেলো মৌসুমে বিশ্ব ফুটবলে বিষ্ময়ের জন্ম দেওয়া লামিন ইয়ামালের নামটাও রয়েছে শক্ত অবস্থানে। বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে যার ছিলো অসামান্য অবদান। ব্যালন ডি‘অর জয়ের ৩০ জনের তালিকায় মোহাম্মদ সালাহ, হ্যারি কেইনদের মতো বড় তারকাদের নাম থাকলেও এবার সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে এই তিন জনকে ঘিরেই।
ব্যালন ডি’অর ২০২৫ এর জন্য মনোনয়ন পেয়েছেন যারা–
জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ), উসমান দেম্বেলে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি, প্যারিস সেন্ট জার্মেই), দেজিরে দুয়ে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), ডেনজেল ডামফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান), সেরহু গুরেসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড), ভিক্টর গিয়োকেরেস (সুইডেন, স্পোর্টিং সিপি/আর্সেনাল), আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি), আশরাফ হাকিমি (মরক্কো, প্যারিস সেন্ট জার্মেই), হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ), খভিচা কভারাৎসখেলিয়া (জর্জিয়া, নাপোলি/পিএসজি), রবার্ট লেভানদোভস্কি (পোল্যান্ড, বার্সেলোনা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল), লাউতারো মার্টিনেস (আর্জেন্টিনা, ইন্টার মিলান), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), স্কট ম্যাকটমিনে (স্কটল্যান্ড, নাপোলি), নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি), জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি), মিশেল ওলিস (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ), কোল পালমার (ইংল্যান্ড, চেলসি), পেদ্রি (স্পেন, বার্সেলোনা), রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা), ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল), ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি), মোহামেদ সালাহ (মিশর, লিভারপুল), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), ভিতিনহা (পর্তুগাল, পিএসজি), ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি, লেভারকুজেন/লিভারপুল), লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)।