বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না খেলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার অনাপত্তিপত্র চেয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ক্যারিয়ারের উন্নতির কথা ভেবে এমনটা চেয়েছেন রিশাদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তার চাওয়াকে বিবেচনায় রেখে পুরো মৌসুম খেলার ছাড়পত্র দিয়েছে। বিসিবির সূত্রে এসব তথ্য নিশ্চিত করা গেছে।
বিগ ব্যাশের গত আসরে হোবার্ট হারিকেন্স ড্রাফট থেকে রিশাদকে দলে নিলেও জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের কারণে খেলতে পারেননি তিনি। এবার অবশ্য সব অনিশ্চয়তা কাটিয়ে পুরো মৌসুমে রিশাদকে পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট।
হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের পরামর্শেই রিশাদকে নেয়া হয়েছে। বিশ্বকাপের মঞ্চে তার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে দলে ভেড়ানোর সুপারিশ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। দলের হাই পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার স্যালিয়ান বিমসও ড্রাফটে রিশাদকে নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন।
জাতীয় দলের হয়ে আলো ছড়ানোর পাশাপাশি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ভালো পারফরম্যান্স করেছিলেন রিশাদ। বিসিবির মতে, বিপিএলে খেলার চেয়ে বিগ ব্যাশে খেলা তার ক্যারিয়ার উন্নতির জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাই পুরো মৌসুমে খেলতে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।
২৩ বছর বয়সী এই লেগস্পিনারকে ঘিরে এবার হোবার্টের বিশেষ পরিকল্পনা রয়েছে। ক্যারিয়ারের এই নতুন অধ্যায় তার আন্তর্জাতিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছে বিসিবি।