এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার শেষ ম্যাচে বড় এক দুঃসংবাদ পান লঙ্কান বোলার দুনিথ ওয়াল্লালাগে। আফগানিস্তানের বিপক্ষে চলমান সে ম্যাচ শেষেই তিনি পান বাবার মৃত্যুর সংবাদ। আর তাতেই শোকের ছায়া নেমে আসে লঙ্কান শিবিরে।
বাবার মৃত্যুর সংবাদে দুনিথ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতেই দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোডের সঙ্গে শ্রীলঙ্কা ফেরেন। তবে বাংলাদেশের ম্যাচের আগে দলের সঙ্গে ফের যোগ দেন ২২ বছর বয়সী এ ক্রিকেটার।
শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, শনিবার দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচেই ওয়াল্লালাগেকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকবেন।
আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি ছিল ওয়াল্লালাগের ক্যারিয়ারের মাত্র পঞ্চম টি–টোয়েন্টি আন্তর্জাতিক এবং এশিয়া কাপে তার প্রথম। এদিন বল হাতে ৪৯ রানে ১ উইকেট নেন তিনি। তবে ব্যাট করার সুযোগ পাননি।
ওয়াল্লালাগে এখন পর্যন্ত ৩১টি ওয়ানডে খেলেছেন। তার সেরা বোলিং ফিগার ৫ উইকেটে ২৭ রান, যা ২০২৪ সালের আগস্টে কলম্বোয় ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে করেছিলেন।