শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

ফেনীতে বেড়েছে পূজা মন্ডপের সংখ্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে ফেনীতে চলছে নানা প্রস্তুুতি। মন্ডপে মন্ডপে যথাসময়ে প্রতিমা পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। ছোট বড় প্রায় সব মন্ডপেই চলছে সাজ সজ্জাসহ নানা মেরামতের কাজ।

ফেনীতে এবার নতুন ভাবে ৪টিসহ মোট ১৫০টি মন্দিরে পূজার প্রস্তুুতি চলছে। পূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুুতি নিয়েছে পুলিশ। জেলা প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে নানা প্রস্তুুতি। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে হিন্দু কমিউনিটির কর্তাব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

ফেনী জেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, গত বছর ফেনীতে ১৪৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবার তা বেড়ে ১৫০ এ উন্নিত হয়েছে। ফেনী পৌরসভার সুলতানপুরে ও ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনীয়া, চেওরিয়া ও ছনুয়া বাইল্লা বাড়ীতে নতুন ভাবে পূজার আয়োজন করা হয়েছে। তবে ফেনী সদর উপজেলার কাজীরবাগ শীলবাড়িতে এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের লতিফপুরে একটি মন্দিরে এবার পূজার আয়োজন করা হচ্ছে না। অন্যাদিকে ফুলগাজী উপজেলার দরবারপুরে নতুন ভাবে একটি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে এবার জেলায় ৫টি মন্ডপে নতুন ভাবে পূজার আয়োজন এবং ২টি মন্ডপে পূজার সংখ্যা কমেছে।

জানা যায়, এবার ফেনী সদর উপজেলায় ৬৩টি মন্ডপে পূজার আয়োজন চলছে। একইভাবে সোনাগাজীতে ২৩টি, দাগনভূঞায় ১৮টি, ছাগলনাইয়ায় ৫টি, ফুলগাজীতে ৩৪টি ও পরশুরামে ৭টি মন্ডপে পূজার আয়োজন রয়েছে।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার হিরালাল চক্রবর্তী বলেন, আমরা ফেনীতে পূজা উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কা দেখছিনা। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দও আমাদের এ উৎসবকে সুন্দর ভাবে সম্পন্ন করতে আন্তরিক রয়েছেন।

ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন বলেন, এটি আমাদের বড় ধর্মীয় উৎসব। এ উৎসবটি সুন্দরভাবে আয়োজন করতে রাস্ট্র থেকে শুরু করে সবাই আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশাকরি কোন ঝামেলা ছাড়াই এবারও নির্ভিঘে আমরা ধর্মীয় উৎসবটি পালন করতে পারবো।

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষনের জন্য প্রতিটি মন্ডপে সিসিক্যামেরা বসানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও মন্ডপে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখা হবে। পুলিশী টহল জোরদারের পাশাপাশি সাদা পোষাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রীয় থাকবে। ইতোমধ্যে মন্দিরের কর্তাব্যক্তিদের সাথে মতবিনিময় করে সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, ফেনীতে দুর্গাপূজাকে সৌহাদ্যপূর্ণ পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদারের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ট্যাগ অফিসার নিয়োগ করা হচ্ছে। এছাড়াও মন্ডপে যাতায়াতের সুবিধার জন্য আশপাশের রাস্তাঘাট জরুরী মেরামত করা হচ্ছে। মন্ডপের শৃঙ্খলা রক্ষায় ৬ থেকে ১০ জন পর্যন্ত আনসার সদস্য মোতায়েন করা হবে। জেলার ভারত সীমান্তবর্তী মন্ডপগুলোতে বিজিবির টহল জোরদার থাকবে।

আলমামুন

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More