শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অনুশীলন মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫৩’ শেষ হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা এবং বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় ছয় দিনের এ মহড়া বৃহস্পতিবার চট্টগ্রামে শেষ হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে। এতে অতিথি হিসেবে ছিলেন বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এবং বাংলাদেশের তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দেশের বিমান বাহিনীর যৌথ এ মহড়া গত ১৪ সেপ্টেম্বর জহুরুল হক ঘাঁটিতে শুরু হয়েছিল।

আইএসপিআর বলছে, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে। বিভিন্ন প্রতিকূল অবস্থা ও আপদকালীন সংকট নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপটার ও পরিবহন বিমান ব্যবহার করা হয়ে থাকে।

“‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫৩’ এ মূলত আপদকালীন এবং প্রতিকূল অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপটার ও পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন পরিচালনা করা হয়।”

মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি১৩০জে পরিবহন বিমান, একটি এম আই১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের দুটি সি১৩০জে পরিবহন বিমান অংশ নেয়।

বিমান বাহিনীর ১৫০ সদস্য এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের ৯২ জন এ মহড়ায় অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও এ মহড়ায় অংশ নেন বলে জানিয়েছে আইএসপিআর।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনী শুধু পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ই নয়, বরং আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, কৌশলগত সহযোগিতা জোরদার এবং আস্থা ও বিশ্বাসের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More