বিজ্ঞাপন
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

বিসিবির নির্বাচনে জিতলে ক্রিকেট ছাড়বেন তামিম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আর নির্বাচনে জয়ী হলে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন বলে স্পষ্ট করেছেন তামিম।

সম্প্রতি প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তামিম। নির্বাচিত না হলে অবশ্য ক্রিকেট নিয়েই থাকবেন তিনি। নির্বাচনের ডামাডোলে জড়ানোর আগে আসন্ন বিপিএলের প্রস্তুতি নিচ্ছিলেন এই ওপেনার।

তামিম বলেন, ‘বোর্ড পরিচালক যদি হয়ে যাই, যদিও এখানে কোনো কিছু এরকম করে উল্লেখ করা নাই যে আমি (খেলতে পারব বা পারব না)… বাট আমার মনে হয় না আমি আর খেলব। এটা ভালো দেখায় না। আমি যদি বোর্ড নির্বাচন করি যেটা আমি করব ইনশাআল্লাহ্‌। আর যদি আমি বোর্ড পরিচালক হতে পারি আমার কাছে মনে হয় না যে আমার খেলা উচিত হবে। আমার মনে হয় না। যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার ক্রিকেটের ইতি টানতে হবে।

তামিম আরও বলেন, ‘নির্বাচন যদি না করতাম হয়তো বা বিপিএল খেলার চেষ্টা করতাম। আমি ওইভাবে করে তৈরি হচ্ছিলাম। এরপর সুযোগ আসলো যখন আমি দেখলামঅনেকের চেয়ে আপনি (প্রথম আলোর সাংবাদিক উৎপল শুভ্র) ভালো বলতে পারবেন, যে এটা আমার নতুন শখ না। বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার বা বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি কীভাবে চিন্তা করি, এটা এরকম না যে ধরেন ক্রিকেট ছেড়ে দেয়ার পর থেকে এই শখটা আমার আসছে।

আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। তার সঙ্গে রয়েছেন পুলিশের সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব ও নির্বাহী পরিচালক।

তফসিল অনুযায়ী, ২০ সেপ্টেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে এবং পরের দিন বিকেল ৪টা ৩০ মিনিটে চূড়ান্ত তালিকা দেওয়া হবে। মনোনয়নপত্র তোলা যাবে ২২ ও ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, আর যাচাইবাছাই শেষে ২৬ সেপ্টেম্বর তালিকা প্রকাশ করা হবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা সরে দাঁড়াতে পারবেন। ওই দিনই পোস্টাল ও ইব্যালট বিতরণ করা হবে। মূল ভোটগ্রহণ ও প্রাথমিক ফল ঘোষণা হবে ৪ অক্টোবর, আর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর।

নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে ভোট হবে। বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, বিভিন্ন ক্লাব থেকে ১২ জন এবং সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্য থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসবেন আরও ২ পরিচালক। মোট ২৫ পরিচালক মিলে পরবর্তী বিসিবি সভাপতি নির্বাচন করবেন। তবে এবারের নির্বাচনে অংশ নেবেন না আকরাম খান ও মাহবুব আনাম।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More