ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তানদের বিরুদ্ধে করা প্লট জালিয়াতির আলাদা তিন মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এসব মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিন তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ওসমান গনি, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, সোনালী ব্যাংকের গণভবন শাখার এক কর্মকর্তা এবং দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাসহ মোট পাঁচজন সাক্ষ্য দেন।
সাক্ষীরা ধানমন্ডির সুধাসদনের মূল মালিক ওয়াজেদ মিয়ার নামে থাকা হোল্ডিং রেজিস্টার এবং প্লট বরাদ্দের পে–অর্ডার সংক্রান্ত বিষয়ে আদালতে জবানবন্দি প্রদান করেন।
দুদকের অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নিয়েছিলেন শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এ ঘটনায় মোট ৪৭ জনকে আসামি করে আলাদা তিনটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।