এশিয়া কাপে সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, বি‘ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে টাইগাররা। লিটন দাস বাহিনীদের দেয়া ১৫৫ রানের লক্ষ্যের বিপরীতে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানরা।
পেন্ডুলামের মতো দুলছিলো ম্যাচের ভাগ্য। জয়ের কাঁটা একবার বাংলাদেশের দিকে তো আরেকবার আফগানিস্তানের দিকে হেলেছে। রোমাঞ্চের পসরা সাজিয়ে বসা ম্যাচটিতে শেষ পর্যন্ত ৮ রানের জয় পায় লিটন দাসের দল। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরের আশাও বাঁচিয়ে রাখলো টিম টাইগার্স।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ‘পস্তানোর কিছু নেই। যা চলে গেছে, সেটা চলে গেছে। এখন আমাদের সামনে যে সমীকরণ আছে, সেটাই দেখার বিষয়।’
শেষ ম্যাচে নেট রানরেট মাথায় ছিল কি না—এমন প্রশ্নে তামিম সাফ জানালেন, ‘অবশ্যই মাথায় ছিল। সুযোগও ছিল বড় ব্যবধানে জেতার। হলে দলের জন্য ভালো হতো। কিন্তু হয়নি। দিনের শেষে আমাদের জিততে হতো, আমরা সেটা করেছি।’
আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টে এমন জটিল হিসাব বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন নয়। সমর্থকেরা মজাও করেন সমীকরণ মেলানোর দল বলে। তবে তামিমের জোর দাবি, ‘আমরা এভাবে দেখি না। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচটা বাজেভাবে হেরেছি, ওটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু যখনই মাঠে নামি, শতভাগ দেওয়ার চেষ্টা করি।’