মাগুরায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) শহরের এজি একাডেমি বিদ্যালয় মাঠে আয়োজিত এবারের ইজতেমায় মাগুরা জেলার অন্তত ১০ হাজার মুসল্লি সমবেত হবেন বলে জানিয়েছেন আয়োজকরা। ইজতেমা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
ফজরের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিনদিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা। ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের এ জেলা।তিনদিন ব্যাপী এই আঞ্চলিক ইজতেমায় ঢাকা কাকরাইলের মুরব্বি মাওলানা মোশারফ হোসেন বয়ন করবেন।
মাগুরা তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, মাগুরার আঞ্চলিক এই ইজতেমা সফল করতে জেলা তাবলিগ জামাতের ১২০ জন সেচ্ছাসেবি কাজ করছেন। ইতোমধ্যে জেলার চারটি উপজেলার তাবলিগ জামাতের মুসল্লিরাও ইজতেমা স্থলে সমবেত হতে শুরু করেছেন।
মাগুরার এই আঞ্চলিক ইজতেমায় জেলার তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি বিদেশে জামাত অংশ নিচ্ছে।
মাগুরা আঞ্চলিক তাবলিগ জামাতের আমির মো. রুহুল আমিন বলেন, ইজতেমা সফল করতে জেলা ও পৌর প্রশাসনের পাশাপাশি বিভিন্ন পক্ষ থেকে সহযোগিতাও পাওয়া গেছে। ব্যবস্থাপনাতে কোনো প্রকার ত্রুটি যাতে না থাকে সেদিকে অধিক নজর দেয়া হয়েছে।
যূথী/দীপ্ত সংবাদ