‘পিছে তো দেখো, পিছে দেখো’―এই সংলাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাকিস্তান জনপ্রিয় শিশু তারকা আহমেদ শাহ’র ছোট ভাই উমর শাহ মারা গেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিশ্চিত করেছেন আহমেদ শাহ। তবে কি কারণে মৃত্যুবরণ করেছে সেটা উল্লেখ করা হয় নি।
স্টোরিতে আহমেদ লিখেছেন, ‘সবাইকে অবগতির জন্য জানানো হচ্ছে যে, আমাদের পরিবারের ছোট্ট নক্ষত্র উমর শাহ মহান আল্লাহর কাছে ফিরে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা তাকে স্মরণ করবেন এবং আমাদের পরিবারকে প্রার্থনায় রাখবেন।’
বেসরকারী টেলিভিশন চ্যানেলে রমজান মাসের ট্রান্সমিশন এবং গেম শোতে বড় ভাই আহমাদ শাহ‘র সঙ্গে উপস্থিত থেকে উমর শাহ দর্শকদের কাছে পরিচিত ছিলেন।
সাবেক সংবাদ উপস্থাপক রাবিয়া আনমও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উমর শাহ’র মৃত্যুর খবর শেয়ার করে শোক জানিয়েছেন।
এদিকে, তার মৃত্যুর সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত এবং সহকর্মীরা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যম সিয়াসাত প্রতিবেদন থেকে জানা গেছে, উমর শাহ‘র মৃত্যু পরিবারটির জন্য দ্বিতীয় ক্ষতি। গত বছরই আহমেদের বোন আয়েশাও মারা যান। পরিবারটি এখনো সেই শোক কাটিয়ে উঠার আগেই আরেক সদস্য উমর শাহ মারা গেলেন।
উল্লেখ্য, আহমদ শাহ সোশ্যাল মিডিয়ায় ‘পাঠান কা বাচ্চা’ নামে পরিচিত। ২০১১ সালের ১২ জুন ডেরা ইসমাইল খান, পাকিস্তানে জন্মগ্রহণ করেন। মাত্র ৫ বছর বয়সে ১ মিলিয়নের বেশি ফলোয়ার নিয়ে পাকিস্তানের সবচেয়ে কম বয়সী ইউটিউবার খ্যাতি পান এবং গোল্ড প্লে বাটন অর্জন করেন।
এসএ