ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া জমজ ৬ শিশুর মধ্যে ৪ নবজাতকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) মারা যায় ২ নবজাতক এবং রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টায় রাজধানী কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে (এনআইসিইউ) চিকিৎসাধীন এক কন্যাশিশুর মৃত্যু হয়। এর আগে, সন্ধ্যায় জন্মের পরপরই আরও ১ শিশু মারা যায়।
এর আগে, রবিবার সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাতার প্রবাসীর স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া (২৩) তিন ছেলে ও তিন মেয়ে সন্তান জন্ম দেন।
প্রিয়া‘র ননদ ফারজানা আক্তার জানান, বর্তমানে ২ কন্যাশিশু রাজধানী একটি বেসরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল গাইনি বিভাগের ইউনিট–১ এর সহযোগী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, শনিবার রাতে প্রিয়া ভর্তি হন। সকালে তিনি একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেন। তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি ‘বেবি’ বলা যায় না, এটি আসলে ২৭ সপ্তাহের ইনএবিটেবল অ্যাবরশন। এর আগে প্রিয়ার একটি পূর্ণবয়স্ক শিশু জন্ম হয়েছিল, তবে সেটি ডেলিভারির সময় মারা যায়। এবার জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে ৩ জনের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং বাকি ৩ জনের ৮০০ গ্রাম।
এসএ