এবার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেল নেপাল। হিমালয় সংলগ্ন দেশটির ইতিহাসে প্রথম নারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট সবিতা ভান্ডারি।
রবিবার (১৪ সেপ্টেম্বর) তাকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সবিতা ভান্ডারি নেপালের প্রখ্যাত আইনজীবী ৯৯ বছর বয়সী কৃষ্ণ প্রসাদ ব্যানার্জী‘র মেয়ে।
দ্য কাঠমান্ডু পোস্ট প্রতিবেদনে বলা হয়, এর মধ্য দিয়ে সবিতা ভান্ডারি নেপালের ইতিহাসে প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন।
সবিতা ভান্ডারি এর আগে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, জেন–জি’র বিক্ষোভের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এরপর রমেশ বাদল অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন। এ অবস্থায় গত ১২ সেপ্টেম্বর নেপাল ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে শপথ নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি।
এসএ