ফরিদপুরের ভাঙ্গায় সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।
এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ফরিদপুর–৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন চললেও পুলিশ, এপিবিএন, যৌথবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরব উপস্থিতিতে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক ছিল।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগ স্বাভাবিক রাখতে মহাসড়কের ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে হামিরদি বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে এলাকাবাসী।