খুলনায় পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভা করেছেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে খুলনা সিটি কর্পোরেশন শহীদ আলতাফ হোসেন মিলনায়তনে মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিটি মেয়র বলেন, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ান যাবে না। খাদ্যপণ্যে কোনো প্রকার ভেজাল দেয়া যাবে না। পঁচা, বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য যেন বিক্রি না হয় সেদিকে ব্যবসায়ীদের নজর দিতে হবে।
সভায় জানানো হয়, মহানগরে সব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের বিক্রয় মূল্যের তালিকা টাঙিয়ে রাখতে হবে। রমজানে পুরো মাস জুড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা হবে।
সভায় রমজানে প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংসের মূল্য ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে আয়োজিত মতবিনিময় সভায় আশ্বাস দেন ব্যবসায়ীরা।
এফএম/দীপ্ত সংবাদ