বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ও ‘লালনকন্যা’ খ্যাত ফরিদা পারভীনকে তার বাবা–মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে পৌঁছালে এলাকার অসংখ্য ভক্ত–শ্রোতা, স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন।
পৌর গোরস্থান মাঠে জানাজা শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় গোরস্থানে বাবা–মায়ের কবরেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের প্রতিনিধি, শিল্পী সমাজ এবং দূরদূরান্ত থেকে আসা অসংখ্য অনুরাগী। এসময় কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয়স্বজন ও শিষ্যরা।
শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই লালনশিল্পী। তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই কুষ্টিয়ার বাড়িতে ভিড় জমতে থাকে স্বজন, বন্ধু ও ভক্তদের। পুরো কুষ্টিয়াজুড়ে নেমে আসে শোকের ছায়া।