রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫

জাকসুর ২৫ পদের ২০টিতে শিবির-সমর্থিত প্রার্থীর জয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।

জাকসুর মোট ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস), দুটি যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস)সহ ২০টি পদে জয় পেয়েছে তারা। অন্যদিকে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেলের আবদুর রশিদ (জিতু)

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৮মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন জিতু। আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২ হাজার ৩৮৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাসের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন ১ হাজার ২৩৮ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদকের (এজিএস) দুটি পদেই ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী ফেরদৌস আল হাসান ২৩৫৮ ভোট এবং আয়েশা সিদ্দিকা মেঘলা ৩৪০২ জয় পেয়েছেন।

অন্যান্য পদে জয় পেয়েছেন

শিক্ষা ও গবেষণা সম্পাদকআবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), ২৪২৮ ভোট

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদকমো. শাফায়েত মীর (শিবির প্যানেল), ২৮১১ ভোট

সাহিত্য ও প্রকাশনা সম্পাদকমো. জাহিদুল ইসলাম বাপ্পী (শিবির প্যানেল), ১৯০৭ ভোট

সাংস্কৃতিক সম্পাদকমহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), ২০১৮ ভোট

সহসাংস্কৃতিক সম্পাদকমো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল), ১৯৮৬ ভোট

নাট্য সম্পাদকমো. রুহুল ইসলাম (শিবির প্যানেল), ১৯২৯ ভোট

ক্রীড়া সম্পাদকমাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র), ৫৭৭৮ ভোট

সহক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), ১৯৭৬ ভোট

সহক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল), ২১০৫ ভোট

তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদকমো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল), ২৪৩৬ ভোট

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকআহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদবাগছাস), ১৬৯০ ভোট

সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল), ২৯৬৬ ভোট

সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল), ২৪৪২ ভোট

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদকহুসনী মোবারক (শিবির প্যানেল), ২৬৫৩ ভোট

পরিবহন ও যোগাযোগ সম্পাদকমো. তানভীর রহমান (শিবির প্যানেল), ২৫৫৯ ভোট।

কার্যকরী সদস্য

মো. তরিকুল ইসলাম (পুরুষ, শিবির প্যানেল), ১৭৪৬ ভোট

মো. আবু তালহা (পুরুষ, শিবির প্যানেল), ১৮৫৪ ভোট

মোহাম্মদ আলী চিশতি (পুরুষ, বাগছাস), ২৪১৪ ভোট

নাবিলা বিনতে হারুণ (নারী, শিবির প্যানেল), ২৭৫০ ভোট

ফাবলিহা জাহান নাজিয়া (নারী, শিবির প্যানেল), ২৪৭৫ ভোট

নুসরাত জাহান ইমা (নারী, শিবির প্যানেল), ৩০১৪ ভোট।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More