জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য সদস্যসচিব সিনেট কক্ষে প্রবেশ করেন।
মারা যাওয়া শিক্ষকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ৫টা ১৫ মিনিটে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
প্রায় ৩৩ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ।
প্রাপ্ত ফল অনুযায়ী জাকসুর সুপার ফোর–
ভিপি– আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র)
জিএস– মাজহার (শিবির)
এজিএস– ফেরদৌস (শিবির)
এজিএস– মেঘলা (শিবির)