সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

মেঘমল্লারকে হারানোর ঘোষণা দেওয়া সেই আশিকুর কত ভোট পেলেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অভিনব প্রচার চালানোর কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে জিএস প্রার্থী মো. আশিকুর রহমান। নির্বাচনের প্রচারণার এক পর্যায়ে তিনি ভোটে অন‌্য কাউকে হারাতে না পারলেও প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসুকে হারাতে চেয়েছিলেন। তবে তা আর হয়ে উঠেনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষিত ফলে দেখা যায়, ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে আশিকুর রহমান পেয়েছেন মাত্র ৫২৬ ভোট। আর মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯টি ভোট।

গত ২৩ আগস্ট গণমাধ্যমকে মো. আশিকুর রহমান জানিয়েছিলেন, ‌‌‌‘ডাকসু নির্বাচনে আমি অন্তত মেঘমল্লার বসুকে হারাব। আমি যেহেতু একটা পদে দাঁড়িয়েছি, অবশ্যই আমি একটা কিছু নিয়ে ফিরব। যারা আদর্শের রাজনীতি করে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডিডেট হলো মেঘমল্লার। ওরে যদি না হারাতে পারি, তাহলে তো আমার ম্যান্ডেটই থাকবে না।

ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মেঘমল্লার বসু ভোট পেয়েছেন ৪ হাজার ৯৪৯টি আর জিএস প্রার্থী মো. আশিকুর রহমান পেয়েছেন ৫২৬ ভোট। জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারী হামীম ৫ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।

এদিকে ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More