নিরাপত্তাজনিত শঙ্কা ও বিরূপ পরিস্থিতির কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে।
স্থানীয় সময় ১২টা ৪৫ মিনিট থেকে আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইট উড্ডয়ন বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
কাঠমান্ডু কোটেশ্বর এলাকার কাছে আগুনের ধোঁয়ার কুণ্ডলীর কারণে স্থানীয় সশয় দুপুর পৌণে একটার দিকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট বন্ধ করে দেয়া হয়।
ত্রিভুবন বিমানবন্দর মহাব্যবস্থাপক হংসরাজ পান্ডে বলেন, “বিমানবন্দর বন্ধ করা হয়নি, আমরা সেটি করবও না।”
যানবাহন চলাচলে সমস্যার কারণে ক্রু ও পাইলটরা সময়মতো বিমানবন্দর পৌঁছাতে পারছেন না, যার ফলে উড়োজাহাজগুলোর উড্ডয়ন বন্ধ করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বুদ্ধ এয়ারসহ দেশীয় বিমান সংস্থাগুলোও নিরাপত্তার কারণে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।
এসএ