মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে।
শনিবার (০৬ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃতের নাম রহমতুল্লাহ বেপারী (৬৫) ও হেলাল উদ্দিন বেপারীর ছেলে। তিনি টঙ্গীবাড়ী উপজেলার কাঠদিয়া গ্রামের বাসিন্দা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে দাফানের প্রস্তুতি চলছে।
এর আগে উপজেলার কাঠাদিয়া–শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হতে শুক্রবার পর্যন্ত বিষাক্ত মদপানে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত চারজন হলেন– কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষাক্ত মদপানে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এদের মধ্যে টঙ্গীবাড়ী উপজেলায় তিনজনের বাড়ি, বাকি দুইজনের বাড়ি পাশের সদর উপজেলায়।