বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এর ছোট্ট নমুনা হিসেবে ঘোষণা দিচ্ছি, আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যেও গ্রহণ করবেন না, বিনা ট্যাক্সের গাড়িতে চড়বেন না।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানী মনিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর বলেন, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব যদি জনগণ আমাদের হাতে তুলে দেন, আমরা খেটেখুটে চেষ্টা করব সমস্যাগুলো দূর করার। আমরা ইনশাল্লাহ মাথায় তেল দেব না, তেলের উপরে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব। আমাদের প্রাইম সাবজেক্ট হবে দেশের বঞ্চিত মানুষ।
তিনি আরও বলেন, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে বিদেশে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর ওপর আছে, দেশের চিকিৎসক সমাজের ওপর আছে। আমরা চাই জনগণের সম্পদ ও সুযোগ–সুবিধা চুরি করা না হোক, দেশের সৎ চৌকিদারদের হাতে জনগণের অধিকার নিরাপদ থাকবে।
দেশে চিকিৎসার বিষয়ে জামায়াত আমির বলেন, ‘যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান তাদের জন্য আমার দেশে চিকিৎসা নেয়া একটা প্রতিবাদ।’
এসএ