সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যায়। বাংলাদেশের ইনিংস চলাকালীন দুই দফায় বৃষ্টির কারণে পূর্ণ ২০ ওভার খেলা সম্ভব হয়নি। ডিএল মেথডে ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো। কিন্তু সেই সুযোগ না পাওয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ফলস্বরূপ ২–০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
বুধবার (০৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারে বাংলাদেশ। এ সময় টাইগারদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৬৪ রান।
আগের দুই ম্যাচেই টস জিতে শুরুতে ফিল্ডিং করেছিল বাংলাদেশ। কোনো ম্যাচেই দেড়শ রানও করতে পারেনি নেদারল্যান্ডস। তাতে ছোট লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ। ফলে ব্যাটারদের তেমন একটা পরীক্ষা দিতে হয়নি। তাই আজ আগে ব্যাটিং করায় নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পায় বাংলাদেশ।