ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে চলমান আলোচনার মধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিকালে নিজ ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে সারজিস লিখেন, “বাংলাদেশের স্বার্থে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু হতেই হবে।”
তিনি আরও লিখেন, “যারা শিক্ষার্থীদের সংসদকে ভয় পায়, তারা জনগণের সংসদকেও ভয় পায়। তাদের উদ্দেশ্য অসৎ। তাদেরকে প্রতিরোধ করতে হবে।”
এরআগে, ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্ট রায়কে ঘিরে ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলী হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা দেন।
ধারণা করা হচ্ছে এ রায়ের প্রতিক্রিয়াতেই সারজিস আলম এই পোস্ট করেন।
তবে একইদিন বিকালে চেম্বার জজ আদালত হাইকোর্ট আদেশ স্থগিত করে দেন। ফলে ডাকসু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে যায়।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনের তপশিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার ডাকসু ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন।
এসএ