বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হতে দেখা যায় দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময় হয়েছেন আলোচিত-সমালোচিত। এবার ভক্তদের উদ্দ্যেশে তার এক সফলতার গল্প শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। তাই নামের সাথে ডক্টর উপাধি যোগ হচ্ছে। নিজের ফেসবুক ওয়ালে ভক্তদের সে সুখবর দিয়েছেন তিনি।
সোমবার (২৫ আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ সুখবর দেন মিথিলা।
স্ট্যাটাসে দুটি ছবিও আপলোড করেন মিথিলা। যার একটিতে জেনেভা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এ অভিনেত্রীকে। অন্যটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর তৈরি করা থিসিসের বই। ছবি দুটির ক্যাপশনে মিথিলা লেখেন, “জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে ডিফেন্ড করতে পেরে আমি অত্যন্ত আবেগপ্রবণ এবং গর্বিত বোধ করছি।”
মিথিলা আরও লেখেন, “আমার জন্য, এই ‘অপরিচিত পথটি’ বেছে নেয়ার অর্থ হল পূর্ণকালীন ক্যারিয়ার, অভিনয় এবং পারিবারিক দায়িত্বের সাথে তাল মিলিয়ে এই ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা।”
সবশেষে এ অর্জন তার জন্য আনুষ্ঠানিকভাবে গর্বের এবং নামের সাথে ‘ডক্টর’ উপাধি যুক্ত করতে অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করেন এই অভিনেত্রী।