প্রতিদিন অফিসে যেতে নারাজ ইউরোপের এক–তৃতীয়াংশ চাকুরিজীবী। এক জরিপ বলছে, বাড়িতে বসে কাজ করার সুবিধা পেলে চাকুরি বদলাতে রাজি তারা।
করোনা মহামারির পর থেকে, ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়িতে বসে কাজ করার এই প্রক্রিয়ার সঙ্গে আমরা সবাই পরিচিত। ৩ বছর পর আবার স্বাভাবিক জীবনে ফিরেছে বিশ্ব। তবে এখনও ঘরে বসে কাজ করতে আগ্রহী অনেকে।
ইউরোপ অঞ্চলের বাসিন্দাদের ওপর সম্প্রতি এক জরিপ চালিয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। এতে দেখা গেছে, শতকরা ৩০ ভাগ কর্মী বাড়িতে বসে কাজ করতে চান। সপ্তাহে অন্তত একদিন হলেও এই সুবিধাটা নিতে চান তারা।
এর কারণ হিসেবে অফিসে যাতায়াতের সময় বাঁচানোর কথা বলছেন চাকুরিজীবীরা। যেসব কর্মীর অফিসে যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে, তারা মাসে কমপক্ষে ১০ দিন বাড়িতে বসে কাজ করার পক্ষে। এমনকি ঘরে বসে কাজ করার সুযোগ পেলে, চাকুরি বদলাতেও রাজি অনেকে।
তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াতে বিশেষজ্ঞদের ধারণা, চলমান অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে, এ বছরও ওয়ার্ক ফ্রম হোম অব্যাহত রাখবে কোম্পানিগুলো। তুলনামূলক কম কর্মী দিয়ে তারা কাজ চালানোর চেষ্টা করবে বলেও মনে করছেন।
যূথী/দীপ্ত সংবাদ