এশিয়া কাপের পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ- আফগানিস্তান দ্বৈরথ। সফরে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদলই। এক যৌথ বিবৃতিতে সিরিজের দিনক্ষণ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
শারজায় টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২, ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে ম্যাচগুলো আবুধাবিতে ৮, ১১ এবং ১৪ অক্টোবর।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে লিটন-তাসকিনরা এশিয়া কাপের পর আমিরাতে থেকে যাবে। এশিয়া কাপে শ্রীলঙ্কা ও হংকংয়ের সঙ্গে দুটি দলই ‘গ্রুপ বি’ এর হয়ে খেলবে। ১৬ সেপ্টেম্বর আবুধাবিতে একে অপরের মুখোমুখি হবে। অন্যদিকে ‘গ্রুপ এ’ তে লড়বে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
আফগানিস্তান-বাংলাদেশের দ্বিপাক্ষিক এই সিরিজটি গত বছরের জুলাইয়ে হওয়ার কথা ছিলো। সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে বৈরি আবহাওয়া ও টাইগারদের ব্যস্ত সূচির কারণে সাদা বলের ম্যাচগুলো স্থগিত হয়।
একদিনের ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশ ম্যাচগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে দর্শকরা। চারটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ২টি করে সিরিজে জয় লাভ করে দুদলই। ২০২৩, ২৪ সালের ওয়ানডে সিরিজে জয় পায় আফগানিস্তান। আর টাইগাররা জয় লাভ করে ২০১৬ ও ২০২২ সালে।
অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজেও রয়েছে সমতা। ২০১৮ সালে আফগানিস্তান একটি সিরিজ জিতেছিল; বাংলাদেশ জিতেছিল ২০২৩ সালে এবং ২০২২ সালে একটি সিরিজ ড্র হয়।