উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ ইউনিয়নের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ইভিএম এর মাধ্যমে শুরু হয় ভোটগ্রহণ কার্যক্রম।
ভোট গ্রহণ একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৪৫ টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে ৮ জন ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য থাকবে। এছাড়া মাঠে, বিজিবি, কোষ্টগার্ড ও পুলিশের ১৫ টি মোবাইল টিম মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে ৬১ হাজার ১৪৯ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান পদে, ১৪৬ জন সাধারন সদস্য পদে ও ৪৯ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন।
এফএম/দীপ্ত সংবাদ