ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে পা রেখেছে এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা কন্যা আইরা তেহরীম খান।
মা মিথিলার সঙ্গে এরইমধ্যে একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছে আইরা। তবে শুধু মায়ের সঙ্গেই নয়, এবার সে বাবা তাহসান খানের সঙ্গেও বিজ্ঞাপনে অভিনয় করল।
একটি আন্তর্জাতিক মানের ‘টুথপেস্ট‘ বিজ্ঞাপন চিত্রে আইরাকে দেখা গেছে তাহসানের সঙ্গে। সেখানে বাবার সঙ্গে অভিনয় দক্ষতা বেশ সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে আইরা।
এর আগে, একটি ‘ফেসওয়াশ‘ বিজ্ঞাপনে মিথিলার সঙ্গে অভিনয় করেন আইরা।
সে প্রসঙ্গে মিথিলা বলেছিলেন, মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। তবে আইরার অনেক কষ্ট হয়েছে। ওর সারাদিন শুটিং করার অভিজ্ঞতা আগে ছিল না। আমি পাশে ছিলাম, টিমও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে।
এসএ