১৩
লুইস সোয়ারেজের জোড়া গোলে টাইগ্রেস ইউএএনএল‘কে হারিয়ে লিগস কাপের সেমিফাইনালে উঠলো ইন্টার মায়ামি।
লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসি ছাড়াই মাঠে নামতে হয় ইন্টার মায়ামিকে। এমনকি বেঞ্চেও ছিলেন না আটবারের ব্যালন ডি‘অরজয়ী তারকা। মেসির অনুপস্থিতিতে তাই অনেকেই শঙ্কায় ছিলেন, জয় নিয়ে। তবে মায়ামি ভক্তদের সব আশঙ্কা দূর করে, দলের হয়ে জয়ের নায়ক হয়ে উঠেছেন লুইস সুয়ারেজ।
ম্যাচের ২৩ মিনিটে এগিয় নেন দলকে। এরপর ৬৭ মিনিটে সমতায় ফেরে টাইগ্রেস। আর ম্যাচের ৮৯ মিনিটে সুয়ারেজের দ্বিতীয় গোলে, সেমিফাইনাল নিশ্চিত করে মিয়ামি।