প্রথমবারের মতো ২৯ তম ‘ফোবানা সম্মেলনে‘ পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত–সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান।
আগামী ২৯–৩১ আগস্ট কানাডার ‘মন্ট্রিয়লে‘ ৩ দিনব্যাপী ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ৩১ আগস্ট পারফর্ম করবেন জায়েদ খান।
এর আগে, জায়েদ খান বিভিন্ন দেশে পারফর্ম করেছেন। কানাডার ‘ক্যালগরি‘-তেও পারফর্ম করেছেন। কিন্তু বাঙালি অধ্যুষিত কান্ডার মন্ট্রিয়েলে প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন ঢালিউড তারকা।
এ প্রসঙ্গ জায়েদ খান বলেন, ‘ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটি অনুষ্ঠান। আমি সম্মানিতবোধ করছি যে, আমি এখানে পারফর্ম করতে পারব। আরও অনেক নামকরা শিল্পী এখানে পারফর্ম করবেন। আশা করি অনুষ্ঠানটি খুব সাফল্যমণ্ডিত হবে।’
উল্লেখ্য, উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা)।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে নিউইয়র্ক যান জায়েদ খান। এরপর থেকে সেখানেই আছেন আলোচিত এই নায়ক। সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্ম করছেন তিনি। এ ছাড়াও তাঁকে দেখা গেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’র টক–শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র উপস্থাপক হিসেবে।
বর্তমানে দেশে মুক্তির অপেক্ষায় আছে জায়েদ খান অভিনীত ‘বাহাদুরী’। শফিক হাসান পরিচালিত সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে রয়েছে চিত্রনায়িকা মৌ খান।
এসএ