ভারতের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তারকা সুনীল ছেত্রী অবশেষে জাতীয় দল থেকে কার্যত বাদ পড়লেন। আসন্ন কাফা নেশন্স কাপের জন্য ঘোষিত ভারতের ৩৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি তিনি। ফলে অবসর ভেঙে ফেরার আট মাসের মাথায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার ইঙ্গিত মিলেছে।
ভারতের নতুন কোচ খালিদ জামিল দলে বড় ধরনের পরিবর্তন এনেছেন। তিনি জানিয়েছেন, এখন সময় প্রজন্ম বদলের। তার ভাষায়, “ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ গড়তে তরুণদের ওপর আস্থা রাখতে হবে। সুনীল নিঃসন্দেহে কিংবদন্তি, তবে তার বয়স ও গতি সীমাবদ্ধতা স্পষ্ট।”
৪০ বছর বয়সী ছেত্রী ভারতের ফুটবল ইতিহাসে এক অনন্য নাম। দেশের হয়ে ১৫২ ম্যাচে রেকর্ড ৯৪ গোল করেছেন তিনি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে তিনবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০২৪ সালের জুনে অবসর নিয়েছিলেন তিনি।
তবে গত মার্চে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকে তাকে টক্কর দিতেই, দীর্ঘ আট মাস পর অবসর ভেঙে দলে ফিরেছিলেন সুনীল ছেত্রী। এবার প্রাথমিক দল থেকেই ছিটকে গেলেন ভারতের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বাধিক গোলের রেকর্ডের মালিক।