শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

বান্দরবানে তিন উপজেলায় অনির্দিষ্টিকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি তিন উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় এ তথ্য সাংবাদিকদের জানানো হয়।

এতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় ও বিদেশী পর্যটক ভ্রমন নিষিদ্ধ করা হলো। এ তিন উপজেলা ছাড়া জেলার অন্যান্য উপজেলায় পর্যটকদের ভ্রমণে বাঁধা নেই।

এর আগে রুমা উপজেলায় নিষেধাজ্ঞা বহাল রেখে গত ১০ ফেব্রুয়ারী রোয়াংছড়ি ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলো প্রশাসন।

উল্লেখ্য, পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গী বিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্ঠকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এরপর ধারাবাহিকভাবে থানচি ও আলীকদম উপজেলাও নিষেধাজ্ঞা দেয়া হয়। পরবর্তীতে দফায় দফায় উপজেলাভিত্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে আসছে জেলা প্রশাসন।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More