শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

১৯ বছর পর বিটিভি’তে ফিরল ‘নতুন কুঁড়ি’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এ ফিরল শিশুকিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’।

রবিবার (১৭ আগস্ট) ২০২৫ সালের আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

শিশুকিশোরদের সঙ্গে নিয়ে বেলুন, পায়রা উড়িয়ে এবং কেক কেটে নতুন কুঁড়ি কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় শিশুরা গাইছিল নতুন কুঁড়ির বিখ্যাত থিম সং আমরা নতুন আমরা কুঁড়ি …’

উপদেষ্টা মাহফুজ বলেন, জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল। যা রাজনৈতিক বিবেচনায় পরবর্তী সময় আ. লীগ সরকার বন্ধ করে দেয়। আমরা রাজনীতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশুকিশোরদের সাংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এটি আবার শুরু করছি।

তিনি আরও বলেন, আশা করছি, এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে দেশে শিল্পী গায়ক সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে বড় ভূমিকা রাখবেন।

বিটিভি কর্তৃপক্ষ জানায়, আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। দেশকে ১৯ অঞ্চলে ভাগ করে বাছাইপর্ব শেষে বিজয়ীরা অংশ নেবেন মূল প্রতিযোগিতায়। একক ও দলীয় অভিনয়, নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলাএমন নানা বিষয়ে হবে প্রতিযোগিতা। ৬১০ বছর বয়সীরা ‘ক’ শাখা আর ১১১৫ বছর বয়সীরা ‘খ’ শাখায় অংশ নিতে পারবেন।

১৯৭৬ সালে মোস্তফা মনোয়ার প্রযোজনায় শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’, যা চলে ২০০৬ সাল পর্যন্ত।

উল্লেখ্য, ১৫ আগস্ট থেকে প্রতিযোগিতার আবেদন গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাচ্ছে।‌

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিব মাহবুবা ফারজানা, বিটিভি মহাপরিচালক মাহবুবুল আলম, তথ্য ও সম্প্রচার মণন্ত্রলায় অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব (প্রসাশন) নূর মোঃ মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার) . মোঃ আলতাফ উলআলম, যুগ্মসচিব উপ মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (অনুষ্ঠান) মোঃ ফখরুল আলম, উপমহাপরিচালক (বার্তা) . সৈয়দা তাসমিনা আহামেদ, বিটিভি ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজমসহ বিটিভি উর্দ্ধতন কর্মকর্তারা।

বছরের পর বছর এই অনুষ্ঠান দর্শকদের সামনে হাজির করেছে বহু প্রতিভাবান শিল্পী। তাদের মধ্যে রয়েছেনঅভিনেত্রী তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সাবরিন সাকা মীম ও আজাদ রহমান শাকিল, গায়িকা সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস ও মহবুবা মাহনুর চাঁদনীসহ আরও অনেকে। চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে এসব শিল্পী নিজের মেধার ছাপ রেখে চলেছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More