বিজ্ঞাপন
বুধবার, আগস্ট ১৩, ২০২৫
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

৬ ঘন্টা পর উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মানে ডিপিপি অনুমোদন ও পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবিতে রেল ব্লকেড অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকাউত্তরবঙ্গের রেলপথ অবরোধ কর্মসূচি ৬ ঘন্টাপর প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) সকাল নয়টার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের ক্রসিংয়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচিটি শুরু করা হয়। বিকেল ৩ টায় ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন পারাপারের মধ্যে দিয়ে রেল চলাচল শুরু হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অবরোধের ফলে যমুনা সেতু হয়ে ঢাকার সাথে উত্তরদক্ষিন পশ্চিমাঞ্চলের রেল যোগযোগ বন্ধ হয়ে যায়। এতে উল্লাপাড়া রেলস্টেশনের দুই প্রান্তের স্টেশনগুলিতে আটকা পড়ে ধুমকেতু, সিল্কসিটি, চিলাহাটি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি যাত্রিবাহি ট্রেন। ভোগান্তিতে পড়ে যাত্রিরা।

রেলপথ অবরোধ করা শিক্ষার্থীরা জানান, প্রধান উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টা, এই চারজনের কোন একজন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের সরাসরি সিদ্ধান্ত না দেওয়া অবধি অবরোধ অব্যাহত থাকবে। বৃষ্টিতে ভিজেও অবরোধ অব্যাহত রাখা শিক্ষার্থীরা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

এর আগ সোমবার (১১ আগষ্ট) সকালে ঢাকাপাবনা মহাসড়ক বন্ধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পাঁচটি বিভাগের ২০২৪২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান করে। মঙ্গলবার (১২ আগষ্ট) একই স্থানে সেমিনরাও অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সাথে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেয় শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পূণরায় আন্দোলন শুরু হয়।

সিরাজুল/আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More