চতুর্থবারের মতো আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডের বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার ওয়াইন মুল্ডারকে পেছনে ফেলে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লাল বলের এই অধিনায়ক। মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে জুলাই মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি।
নারীদের ক্রিকেটে সেরা হয়েছেন ইংল্যান্ডের সোপিয়া ডাঙ্কলি। সেরা হবার দৌড়ে সোপিয়ার সাথে ছিলেন স্বদেশি সোপিয়া একলেস্টন ও আয়ারল্যান্ডের গাবি লুইস।
জুলাই মাসে তিনটি টেস্ট খেলেছেন গিল। ইংল্যান্ড সফরে ওই তিন টেস্টের ছয় ইনিংসে একটি ডাবল ও দু’টি সেঞ্চুরিতে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন গিল। এসময় বেশ কিছু নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। তাই আইসিসি মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন গিল।
এই সিরিজ দিয়ে টেস্ট ফরম্যাটে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয় গিলের। চতুর্থবারের মত মাস সেরা খেলোয়াড় হতে পেয়ে উচ্ছ্বসিত গিল বলেন, ‘জুলাই মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হতে পেরে আমি ভাল অনুভব করছি। এবার মাস সেরা অ্যাওয়ার্ডের গুরুত্ব অনেক বেশি। কারণ অধিনায়ক হিসেবে আমার প্রথম টেস্ট সিরিজে ব্যাট হাতে ভাল পারফরমেন্সের কারণেই এই অ্যাওয়ার্ড পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘বার্মিংহামের ডাবল–সেঞ্চুরি আমি চিরকাল মনে রাখব এবং ইংল্যান্ড সফরে ঐ ইনিংসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল।’
এর আগে এ বছরের ফেব্রুয়ারি এবং ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন গিল।