ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং নারীনেত্রী অধ্যাপক মাহফুজা খানম মারা গেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে অফিসার্স ক্লাবে সাঁতার কাটতে গিয়ে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত পাশ্ববর্তী হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
মাহফুজা খানম সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের স্ত্রী। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে; বড় ছেলে ও মেয়ে চিকিৎসক, ছোট ছেলে মাহবুব শফিক একজন আইনজীবী।
অধ্যাপক মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬–৬৭ সালে ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন। তিনি ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান, কিন্তু রাজনৈতিক কারণে তখনকার পাকিস্তান সরকার তাকে পাসপোর্ট না দেয়ায় লন্ডনে যাওয়ার সুযোগ পাননি।
পেশাজীবনে মাহফুজা খানম বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ও জাতীয় শিশু–কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছেন তিনি।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি পক্ষ থেকে একুশে পদকে ভুষিত হন।