মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

বাংলায় টফি’তে আসছে ‘কুরুলুস ওসমান’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে বাংলায়, ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম টফি অ্যাপে।

সম্প্রতি টফি একটি চুক্তি করেছে, যার মাধ্যমে সিরিজটির ৬টি সিজন বাংলায় ডাব করে স্ট্রিম করা হবে। ফলে কিংবদন্তি যোদ্ধা ওসমান বে’র জীবনকাহিনি এবার বাংলাভাষী দর্শক উপভোগ করতে পারবেন নিজ মাতৃভাষায়।

কুরুলুস ওসমান’ হলো জনপ্রিয় সিরিজ ‘দিরিলিস এরতুগ্রুল’এর সিক্যুয়েল। যেখানে এরতুগ্রুল গাজীর ছেলে ওসমান বে’র উত্থান, মঙ্গোল ও বাইজান্টাইন শাসকদের বিরুদ্ধে তার সংগ্রাম এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার পথচলা তুলে ধরা হয়েছে।

এতে দেখা যায় কীভাবে সীমান্তে অবস্থিত এক ছোট গোত্রের নেতা হয়ে ওসমান ধীরে ধীরে একজন শক্তিশালী শাসকে পরিণত হন। যুদ্ধ, কূটনীতি, বিশ্বাসঘাতকতা ও প্রেম—সব মিলিয়ে দর্শকদের জন্য রয়েছে অ্যাকশন ও আবেগ ভরপুর কাহিনি।

ওসমান বে’র চরিত্রে সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ওজচিভিত। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন রাগিপ সাভাশ (দুন্দার বে), ওজগে তোরের (বালা হাতুন), ইয়িলদিরাই শাহিনলার, সেরহাত কিলিচসহ আরও অনেকে।

সিরিজটি পরিচালনা করেছেন মেতিন গুনাই এবং প্রযোজনা করেছে বোজদাগ ফিল্ম। চিত্রনাট্য রচনা ও সামগ্রিক সৃজনশীল তত্ত্বাবধানে ছিলেন মেহমেত বোজদাগ—যিনি এর আগে ‘দিরিলিস এরতুগ্রুল’ নির্মাণ করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More