রাজধানী মৌচাক এলাকায় অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার পর মরদেহ দুটি উদ্ধার করে রমনা থানা–পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন রমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি বলেন, মৌচাক এলাকায় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল পার্কিংয়ে প্রাইভেটকারের ভেতরে দুজনের মরদেহ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে আছি। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ডেকে আনা হয়েছে।
পার্কিং সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গতকাল রবিবার (১০ আগস্ট) বিকাল সোয়া পাঁচটার দিকে প্রাইভেটকারটি হাসপাতাল পার্কিংয়ে প্রবেশ করে।
রমনা ডিসি মাসুদ আলম বলেন, প্রাইভেটকারটির মডেল টয়োটা ফিল্ডার এক্স। সিরিয়াল নম্বর ঢাকা মেট্রো ৩৬৩৭৪৫। মালিক জোবায়ের আহমেদ সৌরভ।
এসএ