১৩
ইনজুরির কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। সুযোগটা কাজে লাগিয়ে ইন্টার মায়ামিকে ৪–১ গোল ব্যবধানে হারালো অরল্যান্ডো সিটি।
ইন্টার এন্ড কো স্টেডিয়ামে, অরল্যান্ডো সিটি‘র হয়ে জোড়া গোল করেন লুইস মুরিয়েল, আর একটি করেন মার্টিন ওজেদা ও মার্কো প্যাসালিচ। ইন্টার মায়ামির একমাত্র গোলটি করেন ইয়ানিক ব্রাইট।
এই জয়ে অরল্যান্ডো ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে আসে। ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট সংগ্রহ করা মায়ামি ৬ নম্বরে চলে যায়।