বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) আলেয়ার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু আলেয়াকে বরিশাল নিতে পারেননি তার স্বজনরা। পরে তার ছেলে সরোয়ার বন্ডে স্বাক্ষর করলে চিকিৎসকরা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আলেয়া বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া এলাকার মরহুম নূর মোহাম্মদের স্ত্রী ছিলেন।
এ নিয়ে এখন পর্যন্ত বরগুনা জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৫ হাজার ২২২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০৫ জন।
শাহ্/আল