অর্থপাচার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার একটি আদালত জি কে শামীমকে ১০ বছরের সাজা এবং তার সাত দেহরক্ষীকে ৪ বছর করে কারাদণ্ড দেন। তাদের ৩ কোটি ৮৩ লাখ টাকার বেশি জরিমানাও করা হয়।
এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন শামীম। শুনানি শেষে তাকে খালাস দেওয়া হলো।
২০১৯ সালে র্যাব জি কে শামীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, নগদ টাকা, এফডিআর, বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে। এরপর গুলশান থানায় অর্থপাচার মামলা হয়।
এ মামলার তদন্ত করে চার্জশিট দেয় সিআইডি। বিচার শুরু হয় ২০২০ সালের নভেম্বরে।