রাজধানীর ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে মামলায় সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা মেজর (অব.) সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। সুমাইয়াকে রিমান্ডে নিতে পুলিশ আবদেন করবে বলেও জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতার অভিযোগে জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে গ্রেফতার হয়েছেন ২৮ জন।
এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানান তালেবুর রহমান।
এর আগে গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় গত বুধবার রাতে ডিবির একটি দল মেজর সাদিকের স্ত্রী সুমাইয়াকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।