ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় আরও অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৪৩৯ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৯৩৩ জনে। অব্যাহত এ হামলা ও ত্রাণ প্রবেশে বাধার কারণে গাজায় পাঁচ বছরের কম বয়সী সব শিশুই প্রাণঘাতী অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
এদিকে, সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (৪ আগস্ট) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু।